গত ২১ জানুয়ারি প্রথম আলো বন্ধুসভা হবিগঞ্জ এর উপদেষ্টা ও কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের শুভেচ্ছা এবং মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় হবিগঞ্জ প্রেসক্লাবে। দুপুর ২:৩০ থেকে অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া এ রহমান এবং তানভীর সিদ্দিকী তোয়াহার যৌথ উপস্থাপনায় এগিয়ে চলে অনুষ্ঠান।
সম্মানিত উপদেষ্টা হাফিজুর রহমান নিয়ন, প্রথম আলো হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এরপর “হবিগঞ্জ প্রথম আলো বন্ধুসভা – ২০২২” এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম এক এক করে ঘোষণা করেন এবং সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সাথে তাদের পরিচয় করিয়ে দেন।
২৫ সদস্যবিশিষ্ট কমিটি এবং ১০ জন উপদেষ্টামন্ডলী নিয়ে প্রথম আলো হবিগঞ্জ বন্ধুসভা কার্যকরী কমিটি-২০২২ গঠিত হয়।
হবিগঞ্জ প্রথম আলো বন্ধুসভা-২০২২ এর কার্যনির্বাহী কমিটি
(১)নবনীতা দত্ত তিথি- সভাপতি
(২)মোঃ হাবিবুর রহমান- সহ-সভাপতি
(৩)তোফাজ্জল হোসেন তারেক- সহ-সভাপতি
(৪)আসিফ হোসেন অন্তর- সাধারণ সম্পাদক
(৫)সামিয়া এ রহমান- যুগ্ম সাধারণ সম্পাদক
(৬)তানভির সিদ্দিকী তোয়াহা- যুগ্ম সাধারণ সম্পাদক
(৭)আবু নাসের মোহাম্মদ তৌকির- সাংগঠনিক সম্পাদক
(৮)শুভ সূত্রধর- সহ-সাংগঠনিক সম্পাদক
(৯)মৌমিতা দত্ত- অর্থ সম্পাদক
(১০)প্রণব কান্তি দাস- দপ্তর সম্পাদক
(১১)সৈয়দ আফতাহী মোঃ হামীম- প্রচার সম্পাদক
(১২)মুসলিমা চৌধুরী- পাঠাগার ও পাঠচক্র সম্পাদক(সংশোধিত)
(১৩)রীমা সরকার- সাংস্কৃতিক সম্পাদক
(১৪)শেখ আনোয়ারুল হক- জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক
(১৫)আসফা উর রহমান সেতু- প্রশিক্ষণ সম্পাদক
(১৬)শাহারিয়ার ফাহিম- দুর্যোগ ও ত্রাণ সম্পাদক
(১৭)ইমন খান- স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক
(১৮)তারেকুল ইসলাম নাঈম- পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক
(১৯)শান্তা আক্তার নুপুর- মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক
(২০)নিতেশ দাস- তথ্য ও প্রযুক্তি সম্পাদক
(২১)আল-সাফা- ম্যাগাজিন সম্পাদক
(২২)জহিরুল ইসলাম- বইমেলা সম্পাদক
(২৩)আকিব হাসান- কার্যনির্বাহী সদস্য
(২৪)শাহানা আক্তার সাথী- কার্যনির্বাহী সদস্য
(২৫)সৌরভ দাস- কার্যনির্বাহী সদস্য
উপদেষ্টামন্ডলী
(১)হাফিজুর রহমান নিয়ন
(২)মোঃ মাহমুদুল হক
(৩)এডভোকেট আছমা আনছারী
(৪)অশোক কুমার দাস
(৫)বিপ্লব রায় চৌধুরী
(৬)হারুনুর রশিদ
(৭)মোঃ আব্দুল জলিল রনি
(৮)বেলায়েত হোসেন সেলিম
(৯)পংকজ কান্তি দাশ
(১০)আশীষ কুমার কুরি(সানি)
শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি নবনীতা দত্ত তিথি।
এরপর উপদেষ্টামণ্ডলীর সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুসভার বন্ধুরা। পরবর্তীতে উপস্থিত উপদেষ্টামণ্ডলী ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দদের। নতুন বছরে নবনির্বাচিত কমিটির নতুন উদ্যমে কাজ করার স্পৃহা নিয়ে বার্ষিক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসিফ হোসেন অন্তর।
এরপর একে একে বক্তব্য রাখেন উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ- জনাব হাফিজুর রহমান নিয়ন, বাবু বিপ্লব রায় চৌধুরী, জনাব হারুনুর রশীদ, জনাব মো. আব্দুল জলিল রনি এবং জনাব বেলায়েত হোসেন সেলিম। তারা বন্ধুদেরকে বন্ধুসভাকে নব উদ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অবশেষে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সভাপতি নবনীতা দত্ত তিথি।
অনুষ্ঠান শেষ হয় আনন্দমুখর পরিবেশে মিষ্টিমুখের মাধ্যমে।
দৈনিক বাংলার অধিকার/আরাফাত