কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুটিপাড়া নামক স্থানে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত গফুর মুন্সীর পুত্র এমদাদুল হক (৬৫) ও তার নাতী আলালের পুত্র রাকেশ (৬)।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানা যায়, মঙ্গলবার (৮ ফব্রুয়ারি) উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের এমদাদাদুল হক নাতিকে নিয়ে বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে তার পুকুরে মাছ ধরতে যান। পাশ্ববর্তী গুছগ্রামের একটি বাড়ী থেকে তার দিয়ে বিদ্যুতের সংযোগ নিয়ে পানি নিস্কাশনের জন্য পুকুরের পানিতে নামেন তিনি। এ সময় পুকুর পাড়ে দাড়িয়ে থাকা নাতি ও তিনি এলোমেলা তার ঠিকঠাক করতে গেলে বিদ্যুতের তার লিক থাকায় তিনি ও তার নাতি দু‘জনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনাস্ল পরিদর্শন করেছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন