ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে আওয়ামী লীগের তিনটি নির্বাচনী অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে এমনি অভিযোগ করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নোবেল কুমার সিংহ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউনিয়নের মংলু মার্কেট, বিমল মার্কেট ও কিসামত চামেশ্বরী মাদাসা সংলগ্ন নির্বাচনী অফিসে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।
নোবেল কুমার সিংহ বলেন, রাতে নৌকার অফিসে নির্বাচনী কার্যক্রম শেষ করে দলের নেতাকর্মীরা নিজ বাড়িতে ফিরে যায়। সকালে নৌকার সমর্থকরা জানান কে বা কারা আমাদের তিনটা নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এই ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার মতিউর রহমানের সমর্থকদের দায়ি করছেন তিনি।
নোবেল কুমার আরো জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্যই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমান বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করছে। আগুন দেয়ার ঘটনায় মামলা করা হবে বলেও জানান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান অভিযোগেরর কথা অস্বীকার করে দৈনিক বাংলার অধিকার কে বলেন, এমন ঘটনা আমরা কখনো করিনাই। তারাই আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। এখন নিজেরা নিজেদের অফিফিস পুড়িয়ে আমাদের নাম দিচ্ছেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ঘটনা শুনার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।