চিলমারী ও ভুরুঙ্গামারী উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিশোধ নির্বাচন ৩১ জানুয়ারী সোমবার অনুষ্ঠিতব্য কুড়িগ্রামের চিলমারী ও ভুরুঙ্গামারী উপজেলার ৮ টি ইউনিয়নের সাধারণ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
চিলমারী থানায় ও ভুরুঙ্গামারী থানায় আলাদা দুটি ব্রিফিং প্যারেডে ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা গণ।
চিলমারী মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে উপস্থিত হয়ে দিকনির্দেশনা দেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জানবা সৈয়দা জান্নাত আরা। অন্যদিকে ভুরুঙ্গামারী থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে পুলিশ সুপারের পক্ষে দিকনির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ জনাব মোঃ রুহুল আমীন।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে আগামীকাল সোমবার চিলমারী উপজেলার ৫টি ও ভুরুঙ্গামারী উপজেলার ৩ টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ইউপির নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণের কথা রয়েছে।