হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রায় দোয়া ও মোনজাতের মধ্য দিয়ে ডা. এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল নির্মানে স্থান নির্ধারন করা হয়েছে। শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর কাশেমাবাদ চৌরাস্তা মোড়ে জনসাধারণের স্বার্থে নির্মিত হবে হাসপাতালটি।
ইউরো ফার্মাসিউটিক্যালসের সত্ত্বাধিকারী ডা: হেমায়েত করিম বলেন, গ্রামের সাধারন মানুষের জন্য এই হাসপাতাল নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদ্রা গ্রামসহ আশেপাশের আরো দশটি গ্রামের সাধারন মানুষ স্বাস্থ্য সেবা খুব সহজেই নিতে পারবে। ডাঃ এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে বদ্ধপরিকর।
নব-নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এই গ্রামের একটি হাসপাতাল নির্মাণ হবে যা কখনো কল্পোনাও করেনি এলাকার সাধারন মানুষ। সাধারন মানুষের চিকিৎসা সেবা দিতে হাসপাতাল নির্মাণ করার সু-চিন্তাধারাকে সাধুবাদ জানান তিনি।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় ইমাম মাওলানা মাহবুবর রহমান।
হাসপাতালের স্থান নির্ধারণকালে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, আওমীলীগ নেতা মুছা কলিমুল্লাহ, এম এ করিমের নাতী নাভীদ রুবাইয়াৎ করিম, এলাকার বাসিন্দা আবদুস সামাদ মিজি, আঃ খালেক মিজি, আলম মোস্তান, মুছা মোস্তান, বাচ্চু গাজী, সৈয়দ আহমেদ ও নুরুল ইসলাম মিজি প্রমুখ।