ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউপিস্থ পূর্ব ঘোপাল একতা সংসদ’র আয়োজনে আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) বাদ মাগরিব এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোপাল একতা সংসদ’র প্রধান উপদেষ্টা প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন’র উপস্থাপনায় এবং জিএসপি গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দ্বীণ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া।আমন্ত্রিত অতিথি ছিলেন শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, কাস্টমস কর্মকর্তা (চট্রগ্রাম) মানিক মজুমদার।
আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি জসিম উদ্দিন সহকারী তৌহিদুল ইসলাম তুহিন ও দেলোয়ার হোসেন।
ফাইনাল খেলায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী পোর্ট কলোনি একাদশ (চট্রগ্রাম) কে ১-২ গোলে (ট্রাইব্রেকার) হারিয়ে শিরোপা জিতে নেয় ফেনী জেলা খেলোয়াড় কল্যান সমিতি। পরে বিজয়ী দল এবং বিজয়ী দল ফেনী জেলা খেলোয়াড় কল্যান সমিতির কামরুল ইসলাম অতুলকে ম্যান অব দা ম্যাচ পুরষ্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।দর্শকদের আনন্দের জোয়ারে রাখতে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিল মোঃ ফারুক।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংসদের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, পরিচালনা কমিটির সদস্য আবু তালেব, হারাদন চক্রবর্তী, মামুন, বেলাল, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক সহ হাজার হাজার দর্শকবৃন্দ।