বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পুলিশ পদক (পিপিএম)-২০২০”এ ভূষিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন-দৈনিক বাংলার অধিকার

রবিউল আলম(,ঢাকা) গাজীপুর প্রতিনিধি / ২০৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

পুলিশ সপ্তাহ (২৩-২৯ জানুয়ারী) উপলক্ষে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-২০২০”এ ভূষিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন র‍্যাব-১ এর স্পেশাল কোম্পানী
কমান্ডার(সিপিএসসি,পোড়াবাড়ি, গাজীপুর) হিসেবে দায়িত্ব পালন কালে ২০২০ সালে বিভিন্ন ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে হত্যাকারী(৩০জন) আটক ,জঙ্গি(৫জন),শীর্ষ সন্ত্রাসী(১৫জন),ধর্ষক(৩০জন),অপহরণকারী(৩২জন),মাদক(২১০জন),ছিনতাই(৪৪জন)ডাকাতি(৭৬)সহ প্রায় ৫০০ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।উদ্ধার করেছেন বিদেশি পিস্তল (৭),ওয়ান শুটার গান(০৫),বিয়ার(৩৫০ ক্যান),ইয়াবা(৩০০০০ পিস),হিরোইন(১১৫ গ্রাম),বিদেশি মদ(৬৫),গাঁজা(৩০৪ কেজি),ফেনসিডিল(১৫০০ বোতল),দেশী মদ(১৮০০লিটার)সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ কোটি ৮২ লক্ষ টাকা জরিমানা করে রাস্ট্রীয় কোষাগারে জমা করেছেন।

আব্দুল্লাহ আল মামুন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন র‍্যাব-১ এর তৎকালীন অধিনায়ক কর্নেল(অবঃ) শাফী উল্লাহ বুলবুল স্যার,কর্নেল সারোয়ার বিন কাশেম স্যারসহ র‍্যাবে আমার অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকারী সকল শ্রদ্ধেয় অধিনায়ক মহোদয়দের, যাদের চৌকস নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় এবং র‍্যাব-১ ও র‍্যাব সদর দপ্তরের কর্মকর্তাদের, যাদের সহযোগিতায় এই প্রাপ্তি সম্ভবপর হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন,আমি ধন্যবাদ জানাই র‍্যাব-১ সকল সদস্যসহ বিশেষ ধন্যবাদ র‍্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী গাজীপুর ক্যাম্পের সকল সহকর্মীদের।বিশেষ করে আমার এফএস টীমের সদস্য মৃত্যুন্জয়ী কনস্টেবল ইদ্রিস(মরোন্তর বিপিএম -২০২১),ডিএডি মোস্তফা,এসআই সাইফুল,এসআই মাহতাব,কর্পোরাল কামরুজ্জামান,রাজ্জাক,সালাউদ্দিন,সন্দ্বীপ,সারোয়ার,চান,রাসেল,উজ্জ্বল,আতোয়ার,প্রদীপ,তালেব,রিপন,দেলোয়ার,নুরুন্নবী,আনোয়ারসহ অন্যান্য সদস্যদের যারা দিন রাত পরিশ্রম করেছে। এছাড়া গাজীপুরের সকল প্রিয় সাংবাদিকবৃন্দ,গাজীপুরের প্রশাসন ও জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

তিনি ধন্যবাদ জানান তার মা,শ্বশুর-শ্বাশুড়ী,সকল ভাই- বোন ,ভগ্নিপতি মোঃ ওহিদুজ্জামান(উপসচিব),আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,সকল শুভাকাঙ্ক্ষী,সাস্টিয়ান,প্রিয় মুকসুদপুর ও গোপালগন্জ বাসীদের।আজ আমার মরহুম বাবাকে খুব মনে পড়ছে।সবশেষে বিশেষ কৃতজ্ঞতা জানাই সহধর্মিণী ডা.জান্নাত উর্মিকে কে যার উৎসাহ, অনুপ্রেরণা ও ত্যাগের জন্য আমার পথচলা সহজতর হয়েছে।২০১৯ সালে ও আমি আইজিপি ব্যাজ প্রাপ্ত হয়েছিলাম।সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন দেশের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি।পুলিশ পদক (পিপিএম)-২০২০”এ ভূষিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

রবিউল আলম(ঢাকা)গাজীপুর প্রতিনিধি

পুলিশ সপ্তাহ (২৩-২৯ জানুয়ারী) উপলক্ষে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-২০২০”এ ভূষিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন র‍্যাব-১ এর স্পেশাল কোম্পানী
কমান্ডার(সিপিএসসি,পোড়াবাড়ি, গাজীপুর) হিসেবে দায়িত্ব পালন কালে ২০২০ সালে বিভিন্ন ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে হত্যাকারী(৩০জন) আটক ,জঙ্গি(৫জন),শীর্ষ সন্ত্রাসী(১৫জন),ধর্ষক(৩০জন),অপহরণকারী(৩২জন),মাদক(২১০জন),ছিনতাই(৪৪জন)ডাকাতি(৭৬)সহ প্রায় ৫০০ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।উদ্ধার করেছেন বিদেশি পিস্তল (৭),ওয়ান শুটার গান(০৫),বিয়ার(৩৫০ ক্যান),ইয়াবা(৩০০০০ পিস),হিরোইন(১১৫ গ্রাম),বিদেশি মদ(৬৫),গাঁজা(৩০৪ কেজি),ফেনসিডিল(১৫০০ বোতল),দেশী মদ(১৮০০লিটার)সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ কোটি ৮২ লক্ষ টাকা জরিমানা করে রাস্ট্রীয় কোষাগারে জমা করেছেন।

আব্দুল্লাহ আল মামুন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন র‍্যাব-১ এর তৎকালীন অধিনায়ক কর্নেল(অবঃ) শাফী উল্লাহ বুলবুল স্যার,কর্নেল সারোয়ার বিন কাশেম স্যারসহ র‍্যাবে আমার অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকারী সকল শ্রদ্ধেয় অধিনায়ক মহোদয়দের, যাদের চৌকস নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় এবং র‍্যাব-১ ও র‍্যাব সদর দপ্তরের কর্মকর্তাদের, যাদের সহযোগিতায় এই প্রাপ্তি সম্ভবপর হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন,আমি ধন্যবাদ জানাই র‍্যাব-১ সকল সদস্যসহ বিশেষ ধন্যবাদ র‍্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী গাজীপুর ক্যাম্পের সকল সহকর্মীদের।বিশেষ করে আমার এফএস টীমের সদস্য মৃত্যুন্জয়ী কনস্টেবল ইদ্রিস(মরোন্তর বিপিএম -২০২১),ডিএডি মোস্তফা,এসআই সাইফুল,এসআই মাহতাব,কর্পোরাল কামরুজ্জামান,রাজ্জাক,সালাউদ্দিন,সন্দ্বীপ,সারোয়ার,চান,রাসেল,উজ্জ্বল,আতোয়ার,প্রদীপ,তালেব,রিপন,দেলোয়ার,নুরুন্নবী,আনোয়ারসহ অন্যান্য সদস্যদের যারা দিন রাত পরিশ্রম করেছে। এছাড়া গাজীপুরের সকল প্রিয় সাংবাদিকবৃন্দ,গাজীপুরের প্রশাসন ও জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

তিনি ধন্যবাদ জানান তার মা,শ্বশুর-শ্বাশুড়ী,সকল ভাই- বোন ,ভগ্নিপতি মোঃ ওহিদুজ্জামান(উপসচিব),আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,সকল শুভাকাঙ্ক্ষী,সাস্টিয়ান,প্রিয় মুকসুদপুর ও গোপালগন্জ বাসীদের।আজ আমার মরহুম বাবাকে খুব মনে পড়ছে।সবশেষে বিশেষ কৃতজ্ঞতা জানাই সহধর্মিণী ডা.জান্নাত উর্মিকে কে যার উৎসাহ, অনুপ্রেরণা ও ত্যাগের জন্য আমার পথচলা সহজতর হয়েছে।২০১৯ সালে ও আমি আইজিপি ব্যাজ প্রাপ্ত হয়েছিলাম।সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন দেশের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!