ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ শোল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত “৪নং বৈদিক পাঠশালা ” উদ্বোধন করা হলো।
পাঠশালার নামঃ পাঁচপাড়া বৈদিক পাঠশালা
স্থানঃ সার্বজনীন লক্ষ্মী মন্দির প্রাঙ্গন, পাঁচপাড়া, শোল্লা নবাবগঞ্জ, ঢাকা -১৩২০
পরিচালনায়ঃ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ, শোল্লা ইউনিয়ন শাখা, নবাবগঞ্জ, ঢাকা
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রাজবংশী, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিশির মজুমদার বকুল, মুখপাত্র রনি রাজবংশী, মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রনি সরকার।
এছাড়াও নবাবগঞ্জ উপজেলা হিন্দু ছাত্র মহাসংঘ এর সদস্য রাজকুমার রাজবংশী, দিপ্ত মন্ডল, অয়ন রাজবংশী, অনিক মন্ডল, কৃষ্ণ কুমার দাস সহ শোল্লা ইউনিয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নিখিল মন্ডল কাকা, সুব্রত কুমার শীল কাকা সহ অত্র এলাকার সিনিয়র সকলকে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠশালার উদ্যোক্তা, শিক্ষক, কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সকল বিদ্যার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
শুভেচ্ছান্তেঃ
রনি রাজবংশী
মুখপাত্র, কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ