প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চারজন ক্রীড়াবিদকে ৬২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।
এই চারজনের মধ্যে আছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী বক্সার মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন দাবার রানী হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনসহ চার ক্রীড়াবিদ ও সংগঠকদের ৬২ লাখ টাকা অনুদান দিয়েছেন।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুদানের অর্থের চেক ও সঞ্চয়পত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ মোশাররফ হোসেনকে ৩০ লাখ টাকা এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে ১০ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া গাজীপুরের সালমা আক্তার ও ক্রীড়া সংগঠক শহিদুল্যাহকে ২২ লাখ টাকা দেওয়া হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার অচিরেই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত আরও ১০ হাজার ক্রীড়াসেবীকে পাঁচ কোটি টাকার বিশেষ আর্থিক অনুদান দেবে।