কুড়িগ্রাম পুলিশের বিশেষ অভিযানে অটোচালকদের প্রতারিত করে অটো চুরি করে নিয়ে যাওয়া সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বিভাগীয় শহরগুলোতেও এভাবে বিভিন্ন ধরনের গল্প সাজিয়ে অটোচালকদের সাথে প্রতারণা করে সুকৌশলে অটো চুরির ঘটনা জানা গেলেও এখন জেলা পর্যায়েও এই সঙ্ঘবদ্ধ চক্রের সন্ধান মিলেছে।
বুধবার ১৯ জানুয়ারি দিবাগত রাতে কুড়িগ্রাম পুলিশের একটি দল লালমনিহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সংঘবদ্ধচক্রের ৩ জন সদস্যকে গ্রেপ্তার সহ চারটি চুরিকৃত অটোরিকশা ও এই চক্রের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মোঃ আফসার আলীর ছেলে হযরত আলী (২৪), একই জেলার জেলা সদরের ঈদুল মিয়ার ছেলে মিটুল মিয়া (২৪), ও রিয়াজুল ইসলাম এর ছেলে ওবায়দুল ইসলাম (৩৮)।
এরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা সদরে এসে বিভিন্ন পণ্য পরিবহনের নাম করে অটোরিকশা গুলোকে ভাড়া নিয়ে বিভিন্ন গল্প সাজিয়ে ড্রাইভার এর চোখ ফাঁকি দিয়ে অটোরিকশা গুলো চুরি করে তাদের গন্তব্যে নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার ২০ জানুয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে লালমনিরহাট সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।