ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৬ নং পাঠাননগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম কার্যদিবস উপলক্ষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় অত্র পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের নির্বাচিত সদস্য মোঃ বেলায়েত হোসেন মেম্বারের সঞ্চালনায় এবং পাঠাননগর ইউনিয়ন পরিষদ’র তৃতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল ও কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া।
উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মোঃ আতাউল্যাহ্ সিফাত’র পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, সাবেক শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ঘোপাল ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, পাঠাননগর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।