চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দোতলা থেকে পড়ে গেল ইমান হোসেন নামের এক নির্মান শ্রমিক। তাকে রক্ষা করতে গিয়ে আরো এক শ্রমিক আহত হয়।
তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওইদিকে গুরুতর অবস্থায় ইমান হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্নে শাহাজান মিয়ার নির্মাণাধীন ভবনে ঘটে। ভবনের মালিক শাহজাহান মিয়া মহামায়া পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা ।
বিদ্যুতায়িত হওয়া নির্মাণ শ্রমিক ইমান হোসেন (১৮) মকিমাবাদ গাইনবাড়ীর হান্নানের ছেলে।
সরজমিনে গেলে স্থানীয়রা বলেন, ভবন নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ইমান হোসেনের মা- বাবা বলেন, তিনদিন আগেই ওই ভবনে কাজ করার সময় তারা বিদ্যুতায়িত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পায়।
মালিকপক্ষকে না পেলেও নিকটাত্মীয় জানান, আহত ইমান হোসেনের চিকিৎসার জন্য মালিক শহজাহান ও কন্ট্রাক্টর জসিম হাসপাতালে গেছে।
হাজীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী মুঠোফোনে বলেন, বিল্ডিং করার অনুমতি নিলেও মালিক ও কন্ট্রাক্টরকে রাস্তার ওপর কাজ না করার জন্য সর্তক করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে ইমান হোসেন নামের এক শ্রমিক গুরুতর আহত হবার বিষয়টি নিশ্চিত করেন।