ফেনীর ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নস্থ ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ টায় জেলা শ্রমিক জোট ফেডারেশন’র তত্বাবধানে মহামায়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার জাহেদা আক্তার বাড়ির প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক জোট ফেডারেশন’র সভাপতি মোঃ সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অসহায়, গরীব শ্রমিক জোট ফেডারেশন’র শ্রমিকদের মাঝে প্রায় দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় জেলা শ্রমিক জোট ফেডারেশন’র সাংগঠনিক সম্পাদক ও মহামায়া ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জাহেদা আক্তার, জেলা শ্রমিক সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক রেজাউল করিম ভুঁইয়া, প্রচার সম্পাদক মোঃ হাসান, উপজেলা শ্রমিক জোট ফেডারেশন সহ-সভাপতি মোঃ ইউসুফ, যুগ্ন সম্পাদক ওবায়দুর রহমান মজুমদার, মহামায়া ইউনিয়ন শ্রমিক জোট ফেডারেশন সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক আবদুল গণি প্রমুখ।