খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সম্মেলন কক্ষে ” শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ।
ইপসা-র সহযোগিতায় উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ১৩ জানুয়ারী ২০২২ বৃহস্পতিবার সকালে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস ( এসআইডি- সিএইচটি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপি ‘র উক্ত প্রকল্পের কাজ ও করণীয় বিষয়ক ও শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করন, ঋন প্রদান ব্যাবস্থা করন ও নারী নির্যাতন প্রতিরোধে করবীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে।
অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. আনচারুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া,যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, খাগড়াছড়ি জেলা প্রজেক্ট ম্যানেজার (ইপসা) মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান – সচিবগন, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।