বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ১৭তম ব্যাচের ৫ দিনব্যাপী “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি-২০২১-২০২২ খ্রিঃ এর প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩জানুয়ারি’২২খ্রিঃ) সকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, ২২৪/১ নিউ ইস্কাটন রোড ঢাকা অফিসের প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হারুনার রশিদের সঞ্চালনায় (৯ জানুয়ারি’২২ খ্রিঃ থেকে ১৩ জানুয়ারি’২২খ্রিঃ) পর্যন্ত মোট ৫ দিনব্যাপী প্রশিক্ষণটি সমাপ্ত হয়।
৫ দিনের প্রশিক্ষণ অর্থাৎ সমাপনীর দিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনলাইনে সরকারে বাজেট ব্যবস্থাপনা, লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন পূরণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) নাজমা মোবারক, ১০টা থেকে ১১ পর্যন্ত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ জসিম উদ্দিন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনলাইনে মুসলিম বিবাহ ও তালাক (রেজিষ্ট্রীকরণ) আইন-১৯৭৪ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সুবেহ আশফারাহ।
দুপুর ২টায় ৫ দিনব্যাপী “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রথমে কবিতা আবৃত্তি করেন, নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা চাঁদপুরের তাফাজ্জল ইসলাম তাফু, গান পরিবেশন করেন পল্লী যুব সমাজ উন্নয়ন সংস্থা’ মানিকগঞ্জ এর সালেহা বেগম। এসময় প্রশিক্ষণর্থীদের মধ্য থেকে প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কমিউনিটি এ্যাকটিভিজ ফর রুরাল এ্যাডভান্সম্যান্ট নারায়নগঞ্জ এর, মনিরুল ইসলাম মনির ও ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন অব রুরাল এরিয়া (ডোরা) নোয়াখালীর , আঞ্জুমান আরা পারভীন। এরপর ৫দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারি প্রশিক্ষনার্থীদের প্রাক মূল্যায়ন পরীক্ষায় তিন প্রশিক্ষর্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে ফলাফল ঘোষণা করেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর অতিরিক্ত পরিচালক ড. নুরুল আলম।
সমাপনি অনুষ্ঠাণে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর নির্বাহী সচিব (যুগ্মসচিব) মোঃ জসিম উদ্দিন রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত থাকায় তাঁর পরিবর্তে অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর অতিরিক্ত পরিচালক ড. নুরুল আলম বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর উপ পরিচালক (প্রশাসন) ভবেন্দ্র নাথ বাড়ৈ ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মোহিববুল্লাহ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ১৭তম ব্যাচের ৫ দিনব্যাপী “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ প্রদান করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ নুরুল আলম।
৫দিনব্যাপী প্রশিক্ষণের ৫ম ও শেষ দিনের প্রশিক্ষণে দেশের ২১ জেলার মোট ৩৭ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১৭তম “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারি প্রশিক্ষনার্থীরা হলেন যথাক্রমে; চাঁদপুর জেলার শিশু থিয়েটারের পক্ষ থেকে সংগঠনের প্রতিনিধি ও চাঁদপুর সাংবাদিক ও জনকল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক সাংবাদিক গিয়াস উদ্দিন রানা ও নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা’র তাফাজ্জল ইসলাম তাফু, নাটোরের মেঘদুত ডেভেলপমেন্ট সোসাইটির মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, কুষ্টিয়ার লেভারেট সার্ভিস’র সাজেদা হোসেন
, মাহফুজা হক, সিএফসিএস ওমর শরীফ ও ডোনেট’র মোঃ রাসেল রানা, নারায়ণগঞ্জের আদর্শ সমাজ কল্যাণ সোসাইটি’র মোঃ নজরুল ইসলাম, নেত্রকোনার মোহনা উন্নয়ন সংঘ’র মির্জা সাইফুল ইসলাম, বি-বাড়িয়া’র শতদল সমাজ কল্যাণ সংগঠনের জয়ন্ত চন্দ্র দাস, জয়পুরহাটের এসপিআরডি’র মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, কিশোরগঞ্জের চৌবিমা বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থ’র কামরুল হাসান, সঞ্জয় সরকার, সুপরিচিত সমাজ উন্নয়ন সংস্থা’র মোঃ কামরুজ্জামান ও সম্পর্কিত লেসন ইউনাইটেড একশন ফর পিপলস্ অর্গানিজেশন, চাঁপাইনবাবগঞ্জের স্বর্ণলতা সমাজ উন্নয়ন কর্মসূচি’র মোসাঃ নাসরিন বেগম, সালেহা বেগম ও সমন্বিত পল্লী উন্নয়ন সংস্থা’র মোঃ দেলোয়ার হোসেন, মানিকগঞ্জের পল্লী যুব সমাজ উন্নয়ন সংস্থা’র পাপিয়া আক্তার, মৌসুমী আক্তার, আরজুমান পারভীন, নোয়াখালীর, ডেভলপমেন্ট অর্গানিজেশন অফ রুরাল এরিয়া’র সাইদুর রহমান, সাতক্ষীরার মানবতা উন্নয়ন সংস্থা’র, মোঃ শরাফত আলী, শেরপুরের জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি’র এস এম আজিজুর রহমান, শরীয়তপুরের লিগাল হেলথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র আব্দুল মান্নান সরদার, বিডিপি’র মোস্তাফিজুর রহমান, মাদারীপুরের যুব উন্নয়ন সমিতি’র, মোঃ আব্দুল মান্নান, বগুড়ার কলেজপাড়া আদর্শ ক্লাব’র মোঃ আবু হানিফ, ফেনীর সোসাইটি অব বাংলাদেশ’র মোহাম্মদ আলাল মিয়া, কুমিল্লার নোয়াগাঁও পল্লী প্রগতি যুব সংঘ’র, ব্রাহ্মণ চর এ টি এম রহমত উল্লাহ খান, মুন্সিগঞ্জের মরহুম ডাক্তার আব্দুল মোতালেব খান ফাউন্ডেশন’র মশিউর রহমান, নীলফামারীর খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থা’র মোঃ এমদাদ উদ্দিন সবুজ ও মানিকগঞ্জ’র পল্লী যুব সমাজ উন্নয়ন সংস্থা’র মোঃ নুরুল ইসলাম।