হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ ও বিজয় র্যালী করা হয়। ওইসময় পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। র্যালীটি হাজীগঞ্জ পশ্চিম বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর থেকে বের হয়ে বাজারের প্রদান সড়ক প্রদক্ষিন করে।
পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বির পরিচলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃব্য রাখেন, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খাঁন ।
এক বক্তৃতায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খাঁন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ছাত্রলীগ করলে হবে না হতে হবে মেধাবী ছাত্র। আগামী সংসদ নির্বাচনের আগে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হবে।
ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা: আহসান হাবীব অরুণ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম মিয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ম আহবায়ক মুন্সি মোহাম্মদ মনির, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের আহবায়ক জাকির হোসেন সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এম এ হাশেম হাসু প্রমুখ।