চাঁদপুরের মতলব উত্তরে কালিপুর বাজারে মতলব গজারিয়া – সেতু নির্মানের দাবিতে মানববন্ধনে জনতার ঢল নেমেছে। কালিপুর- ভবেরচর তথা মতলব গজারিয়া সংযোগ সেতু দ্রুত দৃশ্যমান না হলে পরবর্তী কর্মসূচীর আসবে শীঘ্রই এই ঘোষনার মধ্য দিয়ে শেষ হয় মানববন্ধন কর্মসূচী।
সাদাকালো সেচ্ছাসেবী সংগঠন এর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (০৭/০১/২০২২ শুক্রবার) সকাল ৯ টা থেকেই মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারে আসতে থাকে জনগণ। ১০ ঘটিকায় ঢল নামে জনতার, শুরু হয় কর্মসূচী।
উপস্থিত সহস্রাধীক জনতার মানববন্ধনে আলোচনায় অংশগ্রহণ করেন মানববন্ধন এর আহবায়ক সাদা কালো সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহেল সরকার, জনাব রুহুল আমিন, জনাব সোহেল রানা, জনাব আবুল কালাম আজাদ, কৃষিবিদ সাবেক পরিচালক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, জনাব আহমেদ আলী চৌধুরী (ইকবাল), জনাব বোরহান উদ্দিন ডালিম, জনাব নাছির উদ্দীন চৌধুরী সহ অনেকে।
আলোচকরা কোটি মানুষের যৌক্তিক দাবি কালিপুর ভবেরচর সংযোগ সেতু দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ১০টি জেলার জনদূর্ভোগ লাগবে এই সংযোগ সেতুটি দ্রুত দৃশ্যমান না হলে, আরো জোরালো দাবি তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার জন্য পরবর্তী কর্মসূচী দেয়ার ঘোষনা দেন সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সোহেল সরকার।
আজকের এই মানববন্ধন সফল ও সার্থক করে তোলার জন্য আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মানববন্ধন আয়োজক সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি। মানববন্ধন কর্মসূচীর আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনকে সাধারণ সম্পাদক জনাব সুমন সরদার। মতলব উত্তর এর ৫২টি স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য ও সাধারণ জনগণ এলাকার সাংবাদিক বৃন্দ কৃষক শ্রমিক নির্বিশেষে সকলে অংশ নেন আজকের মানববন্ধনে।