আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের আওতাধীন এপেক্স ক্লাব অব চকরিয়া সিটি’র চার্টার প্রেজেন্টেশন উৎযাপন করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায়
৭ জানুয়ারি (শুক্রবার) সকালে স্থানীয় অভিজাত হোটেল ধানসিঁড়ি রেস্টুরেন্টের কনভেনশন হলে দেশের ১২৭ নং ক্লাবের স্বীকৃতি প্রাপ্তিতে বহুল প্রতিক্ষিত “চার্টার প্রেজেন্টেশন শিরোমনি” ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবুল মনসুর মোঃ মহসিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে. এডভোকেট সালাহউদ্দিন কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এডভোকেট আশিকুল বছির নকীব। এপে. আরমান মাহমুদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. ইলিয়াস জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি লাইফ গভর্নর বীর মুক্তিযোদ্ধা এপে.শাহ আলম নিপু, এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি লাইফ গভর্নর বীর মুক্তিযোদ্ধা এপে. ডা জবিউল হোসেন, জেলা-৩ এর গভর্ণর এপে. এম বেলাল হোসেন, ডিজি ইলেক্ট এপে. এমডি জাকির হোসাইন, পিডিজি এপে. এডভোকেট এরশাদুর রহমান রিটু, পিজিডি এপে. এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম।
অতিথি এপেক্সিয়ান হিসেবে আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের অতীত সভাপতি এপে হাসান আহসানুল কবির সুজন,অতীত সভাপতি এপে এনায়েত উল্লাহ হাজারী,অতীত সভাপতি কে এম নজরুল, এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার অতীত সভাপতি এপে এনামুল হক,অতীত সভাপতি এপে.পারভেজ, এপেক্স ক্লাব অব আগ্রাবাদের এপে. সারওয়ার জামান চৌধুরী, এপে. হাসান মাহমুদ, এপেক্স ক্লাব অব কক্সবাজারের এপে. জাহাঙ্গীর আলম, অতীত সভাপতি এপে. এএকে নোমান আব্বাসি, এপেক্স ক্লাব অব পতেঙ্গার এসভিপি এপে.
মৃণাল কান্তি বড়ুয়া, এপেক্স ক্লাব অব চকরিয়ার সভাপতি এপে. আহমেদ মিরাজুল মুজতবা, এপে. ওসমান গণি,
এপেক্স ক্লাব অব বার আউলিয়ার এপে. সাকাওয়াত হোসেন শিবলী, এপে. সোহেল বারী, এপেক্স ক্লাব অব সন্ধীপের অতীত সভাপতি এপে. মোহাম্মদ নজরুল ইসলাম, অতীত সভাপতি এপে. আব্দুল কাদের, এপে. আবুল কাশেম, এপে. কামাল উদ্দিন, এপেক্স ক্লাব অব নীলাচলের সেক্রেটারী এপে. শাহেদুর রহমান, এপেক্স ক্লাব অব গ্রীণ সিটির অতীত সভাপতি এপে. বাবুল শাহা সহ চকরিয়া সিটির সকল সদস্যগণ।
প্রধান অতিথির বক্তব্যে এপে. ইলিয়াস জসিম বলেন, এপেক্সকে ধারণ করতে হলে নিজের হাতে নিজ পকেট থেকে অল্প অল্প ব্যয় করে অন্যান্য এপেক্স অঞ্চলে ভ্রমণ করতে হবে এবং জেলা ও জাতীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করলেই বিভিন্ন সেবা কর্মে/ এপেক্স কর্মকান্ডে তৃপ্তি পাবেন।
সমাপনী বক্তব্যে এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফাউন্ডার ও চার্টার প্রেসিডেন্ট এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরী চার্টার প্রেজেন্টেশন ও আজকের প্রোগ্রামে উপস্থিত এপেক্স বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।