গাজীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- রংপুরের কোতোয়ালী থানার মধ্য বকশি এলাকার আসাদুল্লাহর ছেলে আমির হোসেন ওরফে আরিফুল ইসলাম (২৫) ও গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হারিসপুর এলাকার সিদ্দিক সিকদারের ছেলে অনিকুল ইসলাম (১৯)। এদের মধ্যে আমির হোসেন ওই পিকআপের চালক।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে একটি পিকআপ কোনাবাড়ি যাচ্ছি। পথে ভোগড়া বাইপাস এলাকায় ট্রাফিক সার্জেন্ট শামীম আহমেদ সন্দেহবশতঃ পিকআপটিতে তল্লাশি চালিয়ে তিনটি রেক্সিনের ব্যাগে কসটিপ মোড়ানো ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেন।