গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৭০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা।
গাজীপুর জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের মোট ভোট কেন্দ্র ১৩০টি এবং ভোটকক্ষ ৯১১টি। মোট ভোটার ৩ লাখ ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ২১০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২২৪ জন।
নির্বাচনে বরমী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১৫ জন এবং সাধারণ আসনে মেম্বার ৫৮ জন। গাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ৯ জন এবং সাধারণ আসনে মেম্বার ৩৫ জন। গোসিঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১০ জন এবং সাধারণ আসনে মেম্বার ৪২ জন।
কাওরাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১২ জন এবং সাধারণ আসনে মেম্বার ৩৫ জন। মাওনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১১ জন এবং সাধারণ আসনে মেম্বার ৪৫ জন।
প্রহলাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ৮ জন এবং সাধারণ আসনে মেম্বার ৩৪ জন। রাজাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১০ জন এবং সাধারণ আসনে মেম্বার ৪২ জন। তেলিহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ১৩ জন এবং সাধারণ আসনে মেম্বার ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।