টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে হচ্ছে সাধারণ ভোটারদের। জরাজীর্ণ ভবন আর ঢালু স্থান হওয়ায় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।
বুধবার কাঞ্চনপুর ইউনিয়নের ঢং পাড়া কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।
লাইনে থাকা ভোটাররা জানান, ঢালু স্থান হওয়ায় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার ভোট দিতে কেন্দ্রের ভেতরে যেতেও ভয় করছে।
সুজায়েত হোসেন নামের এক ভোটার জানান, ভোট কেন্দ্রের ভবনটি ঝুঁকিপুর্ণ ঘোষণা করা হয়েছে অনেক আগেই। এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ।
কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, এভাবে কোনো কেন্দ্রে ভোট গ্রহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। নেই কোনো বিদুৎ সংযোগ। ভোট শুরুর আগে অন্য একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে।
কেন্দ্রের প্রজাইডিং কর্মকর্তা ভজন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে হচ্ছে সাধারণ ভোটারদের। এছাড়া লাইনে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে তাদের। কেন্দ্রের ভেতরে থাকা সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন।