জাতীয় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য প্রেসক্লাব কতৃক স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করে এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। “”পার্বত্য প্রেসক্লাবের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শ্রীযুত দেব প্রসাদ ত্রিপুরা।
সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি শেষে বিজয় দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষে মাননীয় চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, খাগড়াছড়ি জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলা শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠন,
বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) অঙ্গ ও সহযোগী সংগঠন, খাগড়াছড়ি জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন, সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এনজিও প্রতিষ্ঠান কর্তৃক জেলার স্মৃতিস্তম্ভে নির্ধারিত সময়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সকল শহীদদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এ ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলার (সদর ছাড়া) অন্যান্য আটটি উপজেলার জাতীয় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীসহ মহান বিবস দিবস সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও ক্ষমতাসীন সরকারী দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা সংগঠন দিবসটি যথা সময়ে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।