১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তাদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর সকাল ৭টার পর থেকে সকল-শ্রেণি পেশার মানুষের জন্য খুলে দেয়া হয়। আর এতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে।
বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর সকাল ৭টার পর থেকে শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা জেলা বিএনপি, জাসদ, বাসদ, গণ অধিকার পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কারিতাস বাংলাদেশ, শিমুলিয়া নবীন সংঘ, ল্যাবরেটরি স্কুল, ডক্টর অ্যাসোসিয়েশন অব ড্যাব, এনজিও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংঘঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে দলে দলে যোগ দিয়ে বীর শহীদদের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাতে ব্যানার, ফেস্টুন ও ফুলের তোরা নিয়ে বিভিন্ন শ্লোগানে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে আসছে সকল শ্রেণি পেশার মানুষ।
গাজীপুর থেকে রবিউল ইসলাম তার দুই সন্তান নিয়ে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করতে। নয়া দিগন্তকে তিনি জানান, তার দুই সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়েছেন অনেকবার। কিন্তু আজ তাদের নিয়ে এসেছি প্রত্যক্ষভাবে দেখানোর জন্য। এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ এ প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদেরকে সাথে নিয়ে এসেছেন তিনি।
বরিশালের বাবুগঞ্জ থেকে ছেলে ও মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসেছেন খালেদ সাইফুল্লাহ নামের এক ব্যবসায়ী।
তিনি নয়া দিগন্তকে জানান, দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনায় সন্তানদের গড়ে তুলতে বিভিন্ন অকেশনে তিনি সন্তানদের নিয়ে বের হন। এবারও মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি।