চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে মো. ওমর ফারুক যোগদান করেছেন। তিনি গত ১২ ডিসেম্বর পালাখাল মডেল ইউনিয়নে ওই পদে যোগদান করে কর্মক্ষেত্র শুরু করেন।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক চাঁদপুর কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস আদেশ যার ৪৬.৪২.১৩০০.০৩০.০৪.০৩৩.২১.৯২৯ স্মারকে মো. ওমর ফারুককে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হয়। এদিকে ওমর ফারুক হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের রাধাশার গ্রামের মো. মুসলিম ও মা তাছলিমা বেগমের সুযোগ্য সন্তান। তিনি ২০১১ সালের বাকিলা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি,২০১৩ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি ও বিবিএ অর্নাস ২০১৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে পাস করেন।
কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে তার নিয়োগ হওয়ায় ওমর ফারুক খুবই আনন্দিত। পালাখাল মডেল ইউনিয়নবাসীর কল্যাণে সর্বদা সবসময় সেবা কার্যক্রম দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন তিনি।