আসন্ন ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান পদে মো. ইসমাইল ভূঁইয়াকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন অপর দুই চেয়ারম্যান প্রার্থী হাজী মো. শাহজাহান ও মো. শরীফুল ইসলাম সরকার। সোমবার বিকালে বিতারা পূর্ব অঞ্চলীয় নাগরিক ঐক্য ফোরামের আয়োজনে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ইসমাইল ভূঁইয়াকে সমর্থন দেয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোসলেম মোল্লা ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকার। এসময় মুক্তিযোদ্ধা অলি উল্যাহ সরকার,আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মেম্বার,ইউনুছ মিয়া,জাহাঙ্গীর আলম জিল্লু, জাকির হোসেন মেলিটারী,তাফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ৪ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার বিতারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল ভূঁইয়াকে সমর্থন দিয়ে সরে দাড়ালেন দুই প্রার্থী হাজী শাহজাহান ও শরীফুল ইসলাম।