কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাসস্ট্যান্ডের এক কিলোমিটার দক্ষিণে ব্র্যাক অফিসের সামনের গেটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক মিশুক চালক নিহত হন।
ঘটনা সুত্রে জানা যায়, উক্ত সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা নদী পরিবহনের একটি চেয়ার কোচ ও ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি মিশুকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিশুক চালক সাইফুর রহমান (৫০) মিশুক থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় ও হাতে বাসের আঘাতে গুরুতর আহত হন, উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কয়েকগজ যেতে না যেতেই তার মৃত্যু হয়। মিশুকের মনিকা নামে এক যাত্রীও গুরুতর আহত হয়।
নিহত মিশুক চালক পাইকেরছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেলদহ গ্রামের চারমাথা নিবাসী মৃত পনির উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই উক্ত ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন ও পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক থানায় এসে নিহতের ব্যাপারে কোন ময়নাতদন্তের অভিযোগ আসবেনা এই মর্মে লাশ দাফনের অনুমতি নিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। নিহতের পরিবারে চলছে শোকের মাতম ।
ভূরুঙ্গামারী উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির উদ্দিন বাঁশি ও শ্রমিক নেতা বাবলা ও জহরুল ড্রাইভার বলেন, আমরা শ্রমিক আর নিহত ব্যক্তি আমাদের প্রতিবেশী, বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় প্রতিনিধিরা বাস মালিকের সাথে আলোচনা করার জন্য থানায় অপেক্ষা করছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ভুরুঙ্গামারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। নিহতের পরিবার দুর্ঘটনায় নিহত ব্যক্তি ও গাড়ির বিষয়ে ক্ষতিপূরণ বা কোন ধরনের আইনি সহায়তার জন্য অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।