মোঃ ইকবাল মোরশেদ- স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে মোসলেম মোল্লা (৬০) নামে ডাক বিভাগের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম মোল্লা উপজেলার বড় আলমপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত উপজেলা ডাক বিভাগের অফিসের নৈশ প্রহরীর কাজ করছেন। রাতে তিনি সেখানেই থাকতেন। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা তার কক্ষে প্রবেশ করে। অনেক ডাকাডাকি করার পরেও না জাগায় তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মারুফ রহমান বলেন, আমরা ধারণা করছি তিনি ঘুমের মধ্যে হৃদরোগে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।