কচুয়ায় রাসেল মিয়া (৩৫) নামের এক রিক্সাচলকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশ^বর্তী একটি পুকুর থেকে ওই রিক্সাচলকের লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামূড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে স্ত্রী,সন্তান নিয়ে কচুয়া উপজেলার বলরা গ্রামে বসবাস করে আসছেন। কী কারনে তার মৃত্যু হয়েছে তার প্রকৃত কারন জানা যায়নি। তবে স্থানীয় কিছু লোকজন সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিকে ডুবে মারা যেতে পারেন বলে ধারনা করছেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তপূর্বক প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া: নিহত রাসেল মিয়া।