হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৯ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত।
আজ শুক্রবার বিকালে অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাকিলা উবির মাঠে এ কর্মী সভা সম্পূর্ণ হয়।
বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এ খালেক এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মুন্সি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সহ-সভাপতি ও নৌক মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান লিটন প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধের বিকল্প নেই। এই ইউনিয়নে ৭জন নৌক মনোয়ন প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজনকে নৌকা প্রতীকে মনোনীত করেছেন।
এই ইউনিয়নের ৭জন প্রার্থীর মধ্যে কেউই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবে না। নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হাওয়ার আহবান জানান নেতাকর্মীরা। নৌকাকে বিজয়ী করতে অত্র ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় যাওয়ার আহবান জানানো হয়। এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকতে হবে। এছাড়াও কোন মেম্বার প্রার্থীদের জন্য নৌকা প্রতীকের ক্ষতি হলে ওই মেম্বার প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুশিয়ারী করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর আহবায়ক ইব্রাহিম খান রনি, অহিদুজ্জামান পাটোয়ারী, হাবিবুর রহমান সর্দার,অমল ধর,নজরুল ইসলাম নজু, নাজমুল আহসান নয়ন, প্লাবন রায় চৌধুরী সুজন , শাহাদাত হোসেন, রিপন দে, রেজাউল করিম শুকু, শাহাদাত হোসেন আকাশ, হাবিবুর রহমান মিলন, শিপন দাস, আঃ মালেক হাওলাদার , ইসমাইল, শরিফ, মামৃন, মেহেদী, রাশেদ, সজীব, রিয়াদ সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বাকিলা ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা-কর্মী সহ আরোও সমর্থক উপস্থিত ছিলেন।