চতুর্থ ধাপে চাঁদপুর হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
গত মঙ্গলবার ( ২৩ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে এস, এস, সি, পরীক্ষার কারনে তিন দিন অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।
তন্মধ্যে হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগেরে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোয়ন যারা পেলেনঃ
১ নং রাজারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ হাদী মিয়া, ২ নং বাকিলা ইউনিয়নের আওয়ামী লীগের মোহাম্মদ হাবিবুর রহমান, ৩ নং কালোঁচো( উওর) ইউনিয়নে আওয়ামী লীগের মানিক হোসেন প্রধানীয়া,৪ নং কালোঁচো (দঃক্ষিন)ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের মোঃ আকতার হোসেন , ৫ নং সদর হাজীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের মোঃ সফিকুল ইসলাম,৬ নং(বরকুল পূর্ব ) আওয়ামী লীগের মোঃ আহসান হাবিব,
৭নং (ররকুল পশ্চিম)আওয়ামীলীগের মনির হোসেন গাজী,৯( নংহাটিলা পূর্ব)আওয়ামীলীগের মোঃ মোস্তফা কামাল মজুমদার, ১০ নং গন্ধব্যপুর( উওর)আওয়ামীলীগের কাজী নরুর রহমান বেলাল,১২নং গন্ধব্যপুর (দক্ষিন) আওয়ামীলীগের গিয়াস উদ্দিন, ১২নং হাটলা (পশ্চিম )আওয়ামী লীগের হাবিবুর রহমান।