সিলেট বিভাগে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
গত মঙ্গলবার ( ২৩ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
তন্মধ্যে লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মাঝি হিসেবে দলীয় মনোয়ন যারা পেলেনঃ
১ নং লাখাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, ২ নং মোড়াকরি ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, ৩ নং মুড়িয়াউক ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আজিজুল হক রনক, ৪ নং বামৈ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমদ দুলদুল, ৫ নং করাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ ও ৬ নং বুল্লা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র গোপ দলীয় নৌকা প্রতীক পেয়েছেন।