ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউপিস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আবুল খায়ের’র অবসরজনিত কারনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র কলেজ শিক্ষক পরিষদ আয়োজনে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টা অত্র কলেজ’র হলরুমে এ বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম এর সভাপতিত্বে এবং কলেজ’র বাংলা বিভাগের প্রধান মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ আবুল খায়ের, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ছলিম ভুঁইয়া, কলেজ ছাত্রলীগের আহবায়ক মুন্সি মোর্শেদ আলম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী উম্মে জাহান সুরাইয়া।
বিদায় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মাহতাব হোসেন প্রামানিক। অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষকে আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ’র ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপহার সামগ্রী ও বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, গভনিং বডির সদস্য মোঃ কামাল উদ্দিন চৌধুরী, এস.এইচ মজুমদার দিদার, মহামায়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান মিনু সহ আবদুল হক ডিগ্রী কলেজ এর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গভনিং বডির সকল সদস্যবৃন্দ সহ প্রাক্তন ছাত্রছাত্রী।