মহাসচিব পালাশ কান্তি দে এর সংঘঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর পক্ষ থেকে কেন্ডীয় যুব মহাজোটের সভাপতি শ্রী পদীপ কান্তি দে এর নিদেশ ক্রমে শাহরাস্তি উপজেলার এক বোনের বিয়ের জন্য উপহার তোলে দেয় চাঁদপুর জেলা নবগঠিত যুব মহাজোটের আহবায়ক বাবু রঞ্জীত রায় চৌধুরী এবং সদস্য সচিব বাবু কানু দত্ত দাদা এবং চাঁদপুর জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি রাজীব চন্দ্র সাহা দাদা সহ শাহরাস্তি উপজেলার ছাত্র মহাজোটের আহবায়ক রাহুল সাহা এবং সংকর, রাজু,মেহার কালী বাড়ীর মন্দির কমিটির সদস্যরা।