স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলকে মঙ্গলবার ঢাকায় জাতীয় যাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সমৃদ্ধ উন্নত দেশ গড়ার অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় প্রতিকুল পরিবেশ থাকার পরেও গ্রাম পর্যায়ে গ্রামীন সাংবাদিকতা ও মানবাধিকার সংরক্ষন কাজে অবদান রাখায় “সাংবাদিকতা ও সমাজ সেবা ” পুরস্কার পেলেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। সাবেক তথ্য সচিব ও স্বাধীনতা সংসদদের প্রধান উপদেষ্ঠা সৈয়দ মারগুর মোর্শেদের সভাপতিত্বে ও স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ ও মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অনুষ্ঠিত গুনীজন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক মাননীয় বিচারপতি মো. খাদেমুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে মাননীয় সংসদ সদস্য বেগম নাদিরা ইয়াসমিন জলি, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল। পরে প্রধান অতিথি বিচারপতির হাত থেকে পদক গ্রহন করেন সাংবাদিক এনামুল হক বাবুল। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বিভিন্ন পেশার ১৫জন গুনিজনকে সংর্বধনা ক্র্যাস্ট সহ সনদপত্র প্রদান করা হয়।