ঢাকা টঙ্গীতে তুরাগ নদীর উপর টঙ্গী ব্রিজ বন্ধ করে দেওয়ায় গত দু দিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগে আছে ভয়াবহ যানজট।
ব্রিজের একটি স্থানে ঢালাই খসে রড বেরিয়ে গেছে।
সেতুটি ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। যানজটের কারণে ঢাকায় প্রবেশ ও বের হতে বাসগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এদিকে, আজ শনিবার বিআরটিএ প্রকল্পের (সেতু বিভাগের) পরিচালক মহিরুল ইসলাম জানান, আগামী দশ দিনের মধ্যে সেতুর ভাঙা অংশ মেরামত করে চলাচল উপযোগী করা হবে। বুধবার রাত ১০টার পর থেকে বিআরটিএ কর্তৃপক্ষ সেতুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকেই সৃষ্টি হয় যানজটের। যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঢাকা-টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশালসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর যাত্রীরা।