ইউপি নির্বাচনে তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থীতা বাছাইয়ের লক্ষে চাঁদপুরের কচুয়ার ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাঝিগাছা উচ্চ এমএম বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সোহাগ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের ভিশন বাস্তবায়নে তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃনমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রান। তিনি আরো বলেন, দেশব্যাপী ইউপি নির্বাচন চলছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাছাইয়ের লক্ষে বর্ধিত সভার আয়োজন। তাই ঐক্যবদ্ধ হয়ে দল ও এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে দলীয় প্রার্থী বাছাইয়ের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন,জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া,সালমা সহিদ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী সফিকুর রহমান,আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম,আব্দুল বারেক প্রধান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম প্রমুখ।
এসময় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃনুমূল থেকে ১১ জনের প্রার্থীর নাম ঘোষনা করা আসে। প্রার্থীরা হচ্ছেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী মো. শাহজাহান,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লু,আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,আতাউর রহমান মুন্সী ও উত্তম কুমার দেবনাথ ।
কচুয়া: কচুয়ার বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব।