সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দুইটি মামলায় ১১ বছরের সাজা দিয়েছেন মাননীয় আদালত।
আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। এ মামলায় ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণের চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় মানি লন্ডারিংয়ের এর দায়ে এসকে সিনহাকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া দুর্নীতির কারণে চার বছরের কারাদণ্ড দেন আদালত। দুটি সাজা একসঙ্গে চলার কারণে সাবেক এ প্রধান বিচারপতিকে সাত বছর জেল খাটতে হবে বলে জানিয়েছেন আদালত। এদিকে এ মামলায় দুইজনকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন নিরঞ্জন সাহা ও শাহজাজান।