ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চিংরাখালি ইউনিয়নে ২টি মন্ধির ভাংচুরের অভিযোগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৮, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চিংরাখালি ইউনিয়নে দুই টি মন্দির ভাংচুর করেছেন দূর্বৃত্তরা।চিংরাখালি ইউনিয়নে তিন নংওয়াডের এঘটনা ঘটেছে বলে জানা জায়,ওই ওয়াডের গ্রাম পুলিশ গৌরঙ্গ জানান একইওয়াডের কালি মন্দর ও কালি মন্দির ভাংয়াহয়,গৌরঙ্গ জানান রাত ১১টার দিকে এভাংচুর ঘটেছে,ভাংচুরের ব্যপারে এখন ও কোনো দুসিকে গ্রেপতার করতেপারেনি পুলিশ,মোরেলগঞ্জ থানার অসি সকালে ঘটনা এস্থল পরির্দশন করেন,ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান তিনি অসুস্থ থাকায় কোনো তত্থদিতে পারেনি,তবে সাংবাদিকদের অনেক প্রশ্ন এরিয়ে গেছে,এস্থানিয়ো হিন্ধু সম্প্রদাই দের দাবি দুসিদের সনাক্ত করে অতি সিগ্রই ব্যবস্থা করাহোক,রাতের আদারে এমন কোনো ঘটনা ঘটায় কাউকে চেনা জায়নি,এস্থানিয়ো দের ধারনা এঘটনা এলাকার কেউ ঘটায়নি,দুরের কেউ এঘটনার সরজন্ত কারি।

Don`t copy text!