পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম এএফপিকে বলেন, বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়, ৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। ঘটনাস্থলের কাছে একটি তাঁবুতে এক ব্যক্তি পাকোড়া বিক্রি করছিলেন। তিনি বেলোচের এক ইমামকে (ধর্মীয় নেতা) ফোনে ঘটনা জানান। ওই ইমাম মাইকে দুর্ঘটনার ঘোষণা দেন। এরপর গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।