বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে দীর্ঘ প্রচেষ্টায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় “ভুরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি” নামে একটি সাংবাদিক সংগঠন ২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে।
সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দৈনিক সূর্যোদয় পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক (কাজল) সরকার এর সভাপতিত্বে ও বিশেষ অতিথি “দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার জেলা প্রতিনিধি এম এ সাঈদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী চৌধুরী খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, বঙ্গসোনাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল, সংগঠনের সহ-সভাপতি ও বিশ্ব বার্তা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক আগামীর সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক “দেশের কন্ঠ” পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের ফোরাম ও দৈনিক আশ্রয় প্রতিদিনের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোঃ আসাদ ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক দেশ সেবা পত্রিকার ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ মণ্ডল, দপ্তর সম্পাদক সচিত্র মৈত্রী পত্রিকার সাংবাদিক আবু মুসা, সাংবাদিক আজিজুল হক, হামিদুল ইসলাম হৃদয়, প্রমূখ।
রিপোর্টার্স ইউনিটির রংপুর বিভাগীয় সভাপতি অসুস্থ থাকায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। এ সংগঠনের সাফল্য কামনা করে তিনি বলেন, সংগঠনটি জনগণের কল্যাণে জাতির বিবেক হিসেবে কাজ করবে, সত্য, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে বলেও আশা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব শাহজাহান সিরাজ বলেন, সাংবাদিকতা যাতে মানুষের কল্যাণে হয়, এমন বিচক্ষণ, সৎ, সাহসী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে গড়া এমন প্রতিষ্ঠানের কল্যাণ আমরা সব সময় কামনা করি, তবে সাংবাদিকতার কারণে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও মনোযোগ নিবিষ্ট করতে পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতা আমাদের কাম্য, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে সকল সাংবাদিকের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন, বক্তব্য শেষে সংগঠনের উত্তরোত্তর কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে সংগঠনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ ভুরুঙ্গামারী উপজেলা সভাপতি জনাব মোঃ শাহজাহান সিরাজ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, অতিথিদের বক্তব্য, শেষে দোয়া পরিচালনা ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে সংগঠনের সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।