ময়মনসিংহের নান্দাইলে চুরি করতে এসে জনতার ধাওয়া খেয়ে গরু রেখেই পালিয়েছে চোর চক্র।
১ লা নভেম্বর দিবাগত মধ্যে রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে সৈয়দগাঁও গ্রামের মৃত মোবারক হোসেনের পুত্র প্রাইমারি স্কুল শিক্ষক আঃ হামিদের গোয়াল ঘরের তালা ভেঙে ৫০ হাজার টাকা মূল্যের সাদা কালো রঙের একটি ষাঁড় গরু চোর চক্র বের করে বাড়ির পাশেই রাস্তা উপর জামগাছে বেঁধে রাখে।
বসত ঘর থেকে আঃ হামিদ টের পাচ্ছিলন গোয়াল ঘরে কিছু একটা হচ্ছে। তখন ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভেঙে গরু চুরি হয়ে গেছে।
তখন তার ডাক চিৎকারে বাড়ি সহ আশপাশের লোকজন ছুটে আসে। একপর্যায়ে তারা দেখতে পায় রাস্তার ধারে জামগাছে গরুটি বাঁধা রয়েছে। সেই ফাঁকে চোর চক্র পিক-আপ গাড়ি করে দ্রুত পালিয়ে যায়।
আঃ হামিদ তার গরু বাড়িতে নিয়ে গেলেও, কিছু দূরে আরেকটি গাছে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ষাঁড় গরু বাঁধা দেখতে পায় জনতা।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা শওকত আলী জানান,অপর গাছে বাঁধা গরুটির কোন মালিক না পাওয়ায় আমাদের বাড়িতে রেখেছি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, সংবাদ পেয়ে গরুটি থানা হেফাজতে আনার পক্রিয়া চলছে।