কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও স্বীকৃতি পেলেন কাজী মো. মোস্তফা কামাল। ১ নভেম্বর ২০২১ সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র হাতে থেকে তিনি কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব উল আলম,ওসি মো. মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, কাজী মো. মোস্তফা কামাল ৩৫ বছর ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি পিপলকড়া গ্রামে পিপলকড়া যুব সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি বর্তমানে ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৯৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার গ্রহন করেন। কচুয়ায় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠায় গুরু হিসেবে পরিচিত কাজী মো. মোস্তফা কামাল ২০২১ সালে কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও সনদ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
কচুয়া: কচুয়ায় জাতীয় যুব দিবসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির হাত থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও সনদ গ্রহন করছেন কাজী মোস্তফা কামাল।