গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত ও বাস্তবায়ন করার দাবিতে সুইস হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় এবং ডেমক্রেসিওয়াচ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে বিরামপুর উপজেলা নারী উন্নয়ন ফোরাম মানববন্ধন করেছে।
বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১লা নভেম্বর) সকাল ১০টায় মানববন্ধনে অংশ গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উম্মে কুলছুম বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, সহ-দপ্তর সম্পাদক এহছানুল হক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরে আলম নূরা, ডেমক্রেসিওয়াচ এর বিরামপুর উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ও নির্বাচনে আগ্রহী নারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।