মুন্সীগঞ্জের শ্রীনগর ষোলঘরে ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর চশমা প্রতিকের সমর্থিত কর্মীর উপর অজ্ঞাতনামাদের হামলায় ২ কর্মী গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৯অক্টোম্বর) রাত ৯টার দিকের উপজেলার ৪নং ষোলঘর ইউনিয়নের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর ছনবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত স্বতন্ত্রপ্রার্থীর চশমা প্রতিকের কর্মী সুজন(২৫) ও আতিক(২০)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত সুজন ষোলঘর ছনবাড়ীর এলাকার নওয়াব আলীর ছেলে এবং আতিক একই এলাকার জামালের ছেলে। তারা দুজনই ষোলঘর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু’র চশমা প্রতিকের সমর্থিত কর্মী।
আহত স্বতন্ত্রপ্রার্থীর কর্মীর অভিযোগ সুত্রে জানা যায়, ষোলঘর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টু’র চশমা প্রতিকের সমর্থিত কর্মী সুজন ও আতিক এলাকায় চশমা প্রতিকের পক্ষে ভোট চাওয়া শেষে নিজ বাড়ীতে ফেরার পথে ঘটনার সময় ষোলঘর বাসস্ট্যান্ডের দিকে থেকে মোটর সাইকেল যোগে আসা ৫/৬ জন অজ্ঞানামা লোক হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে কর্মী সুজনের হাত ভেঙ্গে ফেলে এবং আতিককেও মারপিট করে গুরুত্বর জখম করে। আহত কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাতনামারা ষোলঘর খৈয়াগাওযের দিকে দ্রুত মোটর সাইকেল চালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।