১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্বকর জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের ১ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে হ্যাটট্রিক গড়ার ইতিহাস গড়েও দলকে জেতাতে পারেননি ওয়ানেন্দু হাসারাঙ্গা। শ্রীলংকান এ তারকা স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিং করেন। তার হ্যাটট্রিকে পরাজয়ের শঙ্কা কাটিয়ে ম্যাচে ফিরলেও জয় পায়নি শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ৪ উইকেটে। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৫ রান। লাহিরু কুমারাকে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং এ পাঠায় দক্ষিণ আফ্রিকা। নিসাংকার ৭২ রানের উপর ভর করে ১৪২ রানে শেষ হয় লংকানদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে তাবরিজ শামসি ও ডুয়াইন প্রিটোরিয়াস ৩ টি করে উইকেট নেন।