বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের দলীয় প্রতীক দেয়া হয়েছে তাদের পক্ষে কাজ করে নৌকাকে জেতাতে হবে। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এ নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকা মার্কাকে সম্মিলিত চেষ্টায় জেতাতে হবে। নিজের ক্ষুদ্র স্বার্থকে পরিহার করে দলের বৃহৎ স্বার্থকে এগিয়ে নিতে হবে। কে নৌকা পেল আর কে পেল না সেটা বড় কথা নয়। যাকে নৌকা দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করতে হবে। শুক্রবার নব্দীগঞ্জে টিপু মুনশি কোল্ড স্টোরেজে কাউনিয়া উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী আরো বলেন, যারা নৌকার মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি তাদেরও পুরস্কার আছে। আমরা তাদের দলের বড় পদে বসাবো, একই ব্যক্তি চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বড় পদ- এবার আর তা হবে না। তাই সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন এটা আমার অনুরোধ।