ইসরাইলি করোনার ট্যাবলেট পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে-দৈনিক বাংলার অধিকার
অধিকার ডেক্স
/ ৫২
সংবাদটি পড়েছেন
প্রকাশ:
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ১:১৪ অপরাহ্ণ
শেয়ার
করোনার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ইসরাইলি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরামেড শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। ওরামেড এক বিবৃতিতে জানায়, এর সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ওরভ্যাক্স মেডিকেল মুখে খাওয়ার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা করোনার টিকার বেশ কয়েকটি পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিয়েছিল। তবে এই প্রথম দেশটি কোনো মুখে খাওয়ার করোনার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিচ্ছে। ওরামেডের দাবি, মুখে খাওয়ার করোনার ওষুধের কদর উন্নয়নশীল বিশ্বে বেশি। ধনী দেশগুলোতেও এর চাহিদা বাড়াতে পারে।