ফেনীর ছাগলনাইয়া আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোঃ নাসির উদ্দিন পাটোয়ারী’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার নুরন্নবী, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আজগর আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (ছাগলনাইয়া-পরশুংরাম) সোহেল পারভেজ, জেলা আনসার বিডিপি কমান্ডেন্ট মোঃ জানে আলম সুফিয়ান পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রার্থীদের উদ্দেশ্য বলেন, কোন ধরনের ভোটারদের উত্ত্যক্ত করা যাবেনা। বহিরাগত কোন মানুষ আসতে পারবেন না। সুষ্ঠ নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং অফিসারদের আহব্বান জানান। নির্বাচন কালীন সময় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। নির্বাচনী পরবর্তী দুইদিন কোন মিছিল মিটিং করা যাবেনা।