ফেনীর ছাগলনাইয়া থানার প্রধান গেইটকে আরো নতুন আঙ্গিকে পুনঃনির্মাণে নির্মিত করা হয়েছে। ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে এই নতুন গেইটটি নির্মিত হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় পুনঃনির্মিত গেইটটি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী বিপিএম, পিপিএম। এসময় ছাগলনাইয়া থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (ছাগলনাইয়া-পরশুরাম) সোহেল পারভেজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ, সেকেন্ড অফিসার মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ থানার অফিসারবৃন্দ।