নাঃ গনজ ফতুল্লার রসুলপুর এলাকায় সি এইচ আর এম স্টিল মিলে ফার্নেস পাইপ বিস্ফোরণ হয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। আহতরা হলেন, সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫), ও আলী হোসেন (২৬)। আজ বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসা মো. আশিক (কেমিস্ট) তিনি জানান, আজ বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বিষয়টি তদান্তাধীন।